এস ডি জি বাস্তবায়নের জন্য  স্বাস্থ্য খাতে  কয়েক টি মান নির্দেশক আছে তার মধ্যে  স্বাভাবিক প্রসব , ডি এল আই , মাতৃ মৃত্যুহার প্রতি লক্ষে  ৭০  জন এর নিছে নিয়ে আসা এবং শিশু মৃতুহার কমিয়ে নিয়ে আসা অন্যতম।  এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবকটি মান নির্দেশক নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হাসপাতালটি এতিমধ্যে তার কাজের জন্য সুনাম কুরিয়েছে।হাসপাতালটি স্বাভাবিক প্রসবের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে। এছারা পরিষ্কার -পরিচ্ছন্ন পরিবেশ হাসপাতালটিতে যোগ করছে অন্য রকম মাত্রা । 



হাসপাতালের বাগানে  ফুল তুলছেন ( UH&FPO) স্যার 




একদিনে   ৯টি নবজাতকের সুষ্ঠ নরমাল ডেলিভারী সম্পন্ন হওয়ায়  গর্ভবতী মা  নবজাতকদের মাঝে উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর কবির (UH&FPO)  এর উদ্যোগে বিশেষ উপহার সামগ্রী প্রদান করে লাইন ডাইরেক্টর,কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসিঅধ্যাপক ডাঃ মোঃ আবুল হাসেম খানবিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ ডাঃ মোঃ মোস্তফা খালেদ আহম্মেদউপ-পরিচালক  প্রোগ্রাম ম্যানেজার (সিবিএইচসিডাঃ সহদেব রাজবংশী  দিনাজপুর জেলার সিভিল সার্জন      ডাঃ মোঃব্দুল কুদ্দুছ








০৫/১০/২০১৯ ইং তারিখে দুপুর ১২.৫৫ ঘটিাকর সময়ডামোআব্দুল কুদ্দুছসম্মানিত সিভিল সার্জনদিনাজপুরবীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন
সম্মানিত সিভিল সার্জনদিনাজপুর মহোদয়ের সফর সঙ্গী বিশেষ
অতিথি হিসেবে সাথে ছিলেন-১। আনিসু্জ্জামান তালুকদার (আনিস), এমএএলএলবিঅ্যাডভোকেটবাংলাদেশ সুপ্রিমকোর্ট।
২।মোঃ নুরুল আলম সিদ্দিকপ্রিন্সিপালস্কুল অফ এক্সিলেন্সনেত্রকনা।
৩।মোহাম্মদ আজিজুল হকইন্সটেক্টরপিটিআইনেত্রকনা
 কেবলমাত্র একজন  দক্ষ ও যোগ্য মানুষর দ্বারাই সম্ভব একটি প্রতিষ্ঠান কে এত সুন্দর করে সাজানো । আসা করি এই প্রতিষ্ঠান টি স্যার ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির (UH&FPO)  এর  নেতৃতে আরও আগিয়ে যাবে অনেক দূর ।